স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘মার্স ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। মার্স ভাইরাস ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। এসব বিষয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।’
রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি বৈঠক তিনি এ কথা বলেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান, প্রফেসর আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মার্স ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ যেন আগেই প্রস্তুত হতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিপূর্বে সরকার সোয়াইনফ্লু ভাইরাস সফলতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জরুরি বৈঠক অতি সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে তা মোকাবিলায় মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি ভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। ভাইরাস মোকাবিলায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি মার্স ভাইরাস সংক্রান্ত পোস্টার ও পামফ্লিট দেশের সকল বিমান, স্থল ও নৌবন্দরে বিতরণের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘মার্স ভাইরাস ঠেকাতে বিদেশযাত্রী বিশেষ করে কোরিয়া, চায়না ও মধ্যপ্রাচ্যের যাত্রীদের এবং হজ যাত্রীদের ওপর কড়া নজরদারি রাখতে হবে, যাতে সংক্রামিত ব্যক্তিকে তাৎক্ষণিক শনাক্ত করা যায়। এ ছাড়া মার্স ভাইরাস রোগ দ্রুত নির্ণয়, রোগ ব্যবস্থাপনা, রোগী পৃথকীকরণ এবং রোগ সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’