Search
Close this search box.
Search
Close this search box.
biman
ফাইল ছবি

চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিধ্বস্ত বিমানবাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে পাইলট ফ্লাইট ল্যাফটেনেন্ট তাহমিদের খোঁজ মেলেনি এখনো।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৮ নটিক্যাল মাইল দূরে সাগরের তলদেশ থেকে বিমানের কয়েকটি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। সোমবার বিকেল তিনটার দিকে নৌ, বিমান ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল এসব অংশ উদ্ধার করতে সক্ষম হয়।

chardike-ad

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার শহীদুল ইসলাম জানান, বিমানের ইঞ্জিন শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ সিজিএস তৌহিদ বিমানের ভাঙ্গা তিনটি অংশ উদ্ধার করেছে।

বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাইলটের কোন খোঁজ পাওয়া যায়নি। তবে নৌ, বিমান ও কোস্টগার্ডের একাধিক টিম উদ্ধার কাজ চালাচ্ছে।