চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিমান বাহিনীর এফ-৭ নামের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার দুরুল হুদা।
তিনি বলেন, ‘চট্টগ্রামের পতেঙ্গা স্থলসীমা থেকে ৮ মাইল দূরে সাগরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে শুধু পাইলট তাহমিদেই ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’
এদিকে বিমান বাহিনী থেকে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর জহুল হক ঘাঁটি থেকে এফ-৭ জঙ্গি বিমানটি উড্ডয়ন করে। বেলা ১১টার দিকে কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পরপরই বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। পাইলট তাহমিদের খোঁজ এখনো পাওয়া যায়নি।
সূত্রঃ বাংলামেইল