Search
Close this search box.
Search
Close this search box.

indigoঅল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান।

গতকাল রাত ৮টা নাগাদ ভারতের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ (৬ই-৬২৪)। কিন্তু, উড্ডয়নের পরেই বিমানের সঙ্গে আকাশে একটি পাখির ধাক্কা লাগে। বিমানে ১৭৫ জন যাত্রী ছিলেন।

chardike-ad

চালক সাথে সাথেই বিমানটি নামিয়ে আনেন। নিয়মমাফিক পরীক্ষার পরে, রাত ২২টা ২৮ মিনিটে ফের বিমানটি কলকাতার উদ্দেশে উড়ে যায়।