Search
Close this search box.
Search
Close this search box.

hardianআপনার সাধের বাড়ি বানাতে এখন লাগবে মাত্র দুই দিন। শুনতে খানিকটা আজগুবি লাগলেও মাত্র ৪৮ ঘণ্টায় একটি বাড়ি ফেলতে পারবে অস্ট্রেলীয় এক নির্মাতার হাতে তৈরি মেশিন ‘হাড্রিয়ান’।

কী করে এই অসাধ্য সাধন করতে পারবে হাড্রিয়ান?

chardike-ad

রোবট এই বিল্ডার কাজ করে ফুললি অটোমেটিক সিস্টেমে। অনেকটা সাধারণের বাড়িতে ব্যবহৃত ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো। প্রতি ঘণ্টায় নিজের রোবোটিক ‘হাত’ ব্যবহার করে ১০০০টি করে ইট গেঁথে ফেলতে পারবে এই মেশিন।

শুধু তাই নয়, ইট গাঁথুনির কাজ নিখুঁত হলো কি না, তা জানতে নিজের থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে হাড্রিয়ান। এর জন্য এই মেশিনের শরীরের বসানো হয়েছে অত্যাধুনিক থ্রি ডি কম্পিউটার এইডেড ডিজাইন বা সি এ ডি। ইট বসানোর সময় প্লাম্বিংয়ের কাজের জন্য পর্যাপ্ত স্পেশ রেখে দেবে এই রোবটিক মেশিন।

এই সাধের প্রোজেক্টটি বানাতে গত ১০ বছর ধরে সাত মিলিয়ন ডলার খরচ হয়েছে। কাজে কোনো ক্লান্তি নেই হাড্রিয়ানের। সারাক্ষণ, সারা বছর ধরে বাড়ি বানালেও এই মেশিনের কোনো ক্ষতি হবে না। এমনটাই দাবি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের।