শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আইসিইউ-এর দায়িত্বে থাকা নার্স তাহমিনা আক্তার চিকিৎসকের বরাত দিয়ে রাত পৌনে ২টায় জানান, অভিনেতা রাজ্জাকের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। তিনি কনশাস আছেন, বেডের পাশে পরিবার সদস্যরা এলে তিনি তা বুঝতে পারছেন।
এছাড়া রাজ্জাকের ছোট ছেলে সম্রাট চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন, তার বাবা আপাতত শঙ্কামুক্ত।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী রাজ্জাক। রোববার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে আইসিইউ পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে রাজ্জাক আইসিইউতে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন।
বাংলাদেশের এই কিংবদন্তী অভিনেতা ১৯৪২ সালে ২৩ জানুয়ারি অবিভক্ত ভারতের কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। সালাউদ্দিন প্রোডাকশন্সের `তেরো নাম্বার ফেকু ওস্তাগর লেন` সিনেমাতে অভিনয় করে প্রথমবারের মতো মেধার পরিচয় দেন রাজ্জাক।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো বেহুলা, আবির্ভাব, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, কাঁচ কাটা হীরা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘণ্টা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি।