Search
Close this search box.
Search
Close this search box.

markযুক্তরাষ্ট্রের সব রাজ্যে সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়কে সাধুবাদ জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষ একটি অ্যাপস চালু করেছে। এই অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচার রংধনু কালার করার সুযোগ পায়। প্রোফাইল পিকচার রংধনু কালার করার অর্থ আপনি সমকামিতা সমর্থন করেন।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজেই প্রোফাইল পিকচার রংধনু কালার করে সমকামিতাকে সমর্থন করেন।

chardike-ad

কিন্তু বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এ অ্যাপসটি ব্যবহার নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। অনেক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি না বুঝেই তাদের প্রোফাইল পিকচার রংধনু কালার করছেন। পরে ভুল বুঝতে পেরে প্রোফাইল পিকচার ডিলিটও করছেন।

আহসান নামে একজন ফেসবুক ব্যবহারকারী জানান, সকালে ফেসবুকে ঢুকে অ্যাপসটি দেখে আমার খুব ভালো লাগে। তাই আমি প্রোফাইল পিকচারের কালার রংধনু করি। কিন্তু ৫ মিনিট পরেই একবন্ধু ফোন করে ভুলটি ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে প্রোফাইল পিকচারটি ডিলিট করি।