Search
Close this search box.
Search
Close this search box.
অনলাইন প্রতিবেদক, ২ এপ্রিল ২০১৩:

সিউলবাসীকে গ্রীষ্মের দাবদাহে দগ্ধ হওয়া লাগতে পারে বছরের অর্ধেকেরও বেশী সময়। এ শতাব্দীর শেষ নাগাদ এমনটাই হবে বলে পূর্বাভাস দিয়েছে কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর কেএমএ। প্রতিষ্ঠানটির এক সাম্প্রতিক প্রতিবেদনে আশঙ্কা করা হয় যে গ্রীন হাউস গ্যাসের নিঃসরণ কার্যকরভাবে কমানো না গেলে ২০৯১-২১০০ দশকে গ্রীষ্মকালের ব্যাপ্তি হতে পারে ১৭৪.৯ দিন যা শতাব্দীর প্রথম দশকের (২০০১-২০১০) তুলনায় প্রায় দুই মাস বেশী হবে।

chardike-ad

বছরের যে সময়টাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস বা তার বেশী থাকে তাকে গ্রীষ্মকাল বলে বিবেচনা করা হয়।

বর্তমানে যেখানে প্রচণ্ড গরম দিনের সংখ্যা বছরে ১১ দিন, শতাব্দীর শেষ নাগাদ তা প্রায় ৮৪ দিনে গিয়ে ঠেকতে পারে। সিউল শহরের গড় তাপমাত্রা তখন ১৮.৫ ডিগ্রী সেলসিয়াসে উন্নীত হবে যা এখনকার থেকে ৫.৫ ডিগ্রী সেলসিয়াস বেশী।