দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মার্সে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
সরকারি হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ১৮০ জন মার্স আক্রান্ত রোগী রয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল।
দক্ষিণ কোরিয়ায় এখন নতুন আতঙ্কের নাম মার্স ভাইরাস। সম্প্রতি দেশটিতে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টিকে আমলে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
সংস্থা দুটির মেডিকেল বিশেষজ্ঞরা বুধবার রাজধানী সিউলে এসে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গে বৈঠক করেন। ভাইরাস প্রতিরোধে করণীয় ঠিক করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা মার্স প্রতিরোধে দক্ষিণ কোরিয়া সরকারকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
দেখুন সময় টিভির রিপোর্ট