দক্ষিণ কোরিয়ায় বুধবার মার্স ভাইরাসে নতুন করে আরো চারজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে দেশটিতে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ১৭৯ জনে দাঁড়ালো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, মার্স ভাইরাসে নতুন করে আক্রান্ত এ চারজনের মধ্যে দুজন একই হাসপাতালে মার্স ভাইরাস আক্রান্ত রোগীদের সঙ্গে ছিল। অপর দুজন সিউলের স্যামসাং মেডিকেল সেন্টারের নার্স।
মন্ত্রনালয় আরো জানায়, তারা কিভাবে এ ভাইরাসে আক্রান্ত হলো তা জানতে কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে পরপর তিনদিন ধরে এতে আক্রান্ত কোন রোগীর মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তারা আরো জানায়, মার্স ভাইরাসের কারণে প্রায় ৩ হাজার ১শ’ লোককে আলাদা করে রাখা হয়েছে।