obamaঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে হোয়াইট হাউজে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ-পাকিস্তানসহ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের।

সোমবার হোয়াইট হাউজের ‘এক্সিকিউটিভ ম্যানশনের’ সবচেয়ে বড় ঘর ‘ইস্ট রুমে’ আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন অন্তত দেড়শ অতিথি। ইফতারের আগে ওবামা বলেন, ‘রমজান মাসে মুসলিমরা তাদের ধর্মীয় চেতনার প্রতি আস্থাবোধকে উজ্জীবিত করেন। আমাদের ধর্মীয় বিশ্বাস যাই হোক, আমরা যে একই পরিবারের সদস্য ও প্রতিটি মানুষ যে সমান, সেই চেতনার প্রতি অবিচল আস্থা রাখি।’ এর পর ইফতারে আসা অতিথি রাষ্ট্রদূতদের সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট।

chardike-ad

উল্লেখ্য, হোয়াইট হাউজে ইফতার পার্টি প্রথম শুরু করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।