বাংলাদেশ দলে হঠাৎ করেই অন্তর্ভুক্ত হয়েছেন জুবায়ের হোসেন লিখন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।
গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল জুবায়ের হোসেন লিখনের। সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন জুবায়ের। ঐ ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর চলতি বছর বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে সুযোগ হয়নি জুবায়েরের।
বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের টেস্ট স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। প্রায় ৬ মাস পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেলেন জুবায়ের হোসেন লিখন।
একমাত্র ম্যাচে কি লক্ষ্য থাকবে? এ প্রশ্নে তিনি বলেছেন, তেমন কোনো লক্ষ্য নেই। শেষ ম্যাচ খেলব কিনা এটাই তো জানি না এখন পর্যন্ত। তবে আমি প্রস্তুত। সুযোগ পেলে অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানদের ভড়কে দিতে চাই। প্রায় ৬ মাস পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেয়ে কেমন লাগছে? উত্তরে জুবায়ের বলেছেন, ভালো লাগছে। সুযোগ পেয়ে পারফরমেন্স করতে পারলে আরো ভালো লাগবে।
সূত্র : বাংলাদেশের খেলা