indiaভিতরে ভিতরে এতোটাই বাংলাদেশ যে উন্নতি করে ফেলেছে, ভারত বোধকরি সেটা চিন্তা করতে পারেনি। প্রথম ম্যাচে ৭৯ রানে হেরে তাই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। ম্যাচ শেষে স্টেডিয়ামে ডিনার করার কথা ছিল তাদের। কিন্তু বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে ধোনিদের মন মেজাজ এতোটাই খারাপ হয়ে যায় যে, ডিনার না করেই সোজা টিম বাসে ওঠে পড়েন ধোনিরা।

হোটেলে গিয়েও ডিনার না করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়েন। অভুক্ত থেকেছেন সারা রাত । আজও তো বাজেভাবে হারতে হয়েছে। একম্যাচ বাকি থাকতেই হারাতে হযেছে সিরিজ। আজ কি করেছে টিম ইন্ডিয়া? আজও কি অভূক্ত থেকে রাত্রি যাপন করছেন ধোনি কোহলিরা? আজ যে তাদের অতিশোকে পাথর হয়ে যাওয়ার কথা।

chardike-ad