cricketতিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এর আগে গত ১৮ জুন সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সিরিজ জয় এটি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে ৩৪তম ওভারের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। জয়সূচক রানটি আসে সাব্বির রহমানের (২২)ব্যাট থেকে। অপর প্রান্তে ৫১ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।

chardike-ad

এর আগে ১৬.৪ ওভারে অশ্বিনের স্লো হয়ে যাওয়া বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা সৌম্য। তিনি করেন ৩৪ রান। ১৯.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। আউট হওয়ার আগে তিনি করেন ৩৬ রান। ২৯.১ ওভারে ৩১ করে রানে আউট হন মুশফিকুর রহিম।