argentinaজ্যামাইকাকে হারিয়ে ‘বি’গ্রুপের সেরা দল হিসেবেই কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। খেলায় একমাত্র গোলটি করেন গনসালো হিগুয়াইন।

বাংলাদেশ সময় রবিবার ভোরে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই জ্যামাইকাকে চেপে ধরে লিওনেল মেসির দল। অবশ্য অনেক সুযোগ হাতছাড়া হয়েছে ফেবারিট আর্জেটিনার।

chardike-ad

ম্যাচের একাদশ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি করেন হিগুয়াইন। আনহেল দি মারিয়া বাঁদিক থেকে বল দেন হিগুয়াইনকে। সুযোগটিকে ঠিকই কাজে লাগান এ স্ট্রাইকার।এরপর প্রথমার্ধে বহু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসির দল।তবে তাদের আক্রমণাত্বক খেলায় কোনঠাসা হয়ে পড়ে জ্যামাইকা।

দ্বিতীয়ার্ধে একইরকম আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। শেষের দিকে খেলায় একটু উত্তেজনা ছড়ালেও কোনো দলই আর প্রতিপক্ষের প্রতিরোধ ভাঙতে পারেনি।