বাংলাদেশ ক্রিকেটের নতুন শেনসেশন মুস্তাফিজুর রহমানের আদর্শ পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই ৫ উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী এ পেসার। ২০১৪ সালের জুন মাসে মিরপুরে একই মাঠে এই ভারতের বিপক্ষেই বাংলাদেশী প্রথম বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট (২৮ রানে) শিকার করেন তাসকিন আহমেদ। তাই বাংলাদেশী দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে এ কৃতিত্ব গড়েন মুস্তাফিজ। ওয়ানডে অভিষেকে ৬ উইকেট শিকার করা বিশ্বে একমাত্র বোলার ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। ২০০৩ সালের ২৯ নভেম্বর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এ রেকর্ড সৃষ্টি করেন এডওয়ার্ডস।
৫০ রানে ৫ উইকেটে শিকার করে ভারতের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মুস্তাফিজ জানালেন, তার আদর্শ বোলার পাকিস্তানী পেসার আমির। যিনি ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বর্তমানে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। তবে এ বিষয়টিকে মোটেই বড় করে দেখতে নারাজ বাংলাদেশী এ পেসার।
মুস্তাফিজ বলেন, ‘আমার আদর্শ আমির। আমি মোহাম্মদ আমিরের বোলিং ফলো করি। তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আমি পরোয়া করি না, আমার কিছু যায়-আসে না।’