Search
Close this search box.
Search
Close this search box.

Dhoni-mostafizসিরিজের প্রথম ওয়ানডে চলাকালে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ধাক্কা দেওয়ার ঘটনায় দুজনকেই জরিমানা করা হয়েছে।

জরিমানা হিসেবে ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ ও মুস্তাফিজের ৫০ শতাংশ কাটাহয়েছে। শুক্রবার দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।

chardike-ad

গতকাল প্রথম ওয়ানডে চলাকালে ভারতের ইনিংসের ২৫তম ওভারে ঘটনাটি ঘটে। ওই ওভারের দ্বিতীয় বলে রানের জন্য ছুটেছিলেন ধোনি। কিন্তু বলটা করে কিছুটা বেখেয়ালে ধোনির পথে এসে দাঁড়ান মুস্তাফিজ। কনুই মেরে তাকে সরিয়ে দেন ভারত অধিনায়ক। এতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজকে। পরে অবশ্য আবার মাঠে ফেরেন তিনি। তার ৫ উইকেট শিকারে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ।

ধাক্কা দেয়ার সেই ভিডিওঃ