Search
Close this search box.
Search
Close this search box.

merseদক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ালো। এদিকে কর্তৃপক্ষ এ ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারায় জনমনে ভীতি বাড়ছে।

অপর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়া এ ভয়াবহ সংকট অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে গত সপ্তাহ গোড়ার দিকের কর্তৃপক্ষের এমন দাবি সত্ত্বেও বৃহস্পতিবার নতুন করে এ ভাইরাসে আরো ৩ জন মারা গেল।
সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আকারে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সেখানে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে বর্তমানে ১৬৫ জনে দাঁড়িয়েছে।

chardike-ad

এ সব রোগীর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় ২৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া আক্রান্ত রোগীর মধ্যে বর্তমানে ১৭ জনের অবস্থা আশংকাজনক। ফলে যে কোন সময় মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বুধবার জানায়, দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা একটি ‘সতর্ক বার্তা’ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে এ ভাইরাসের ব্যাপারে সচেতনতার ঘাটতি রয়েছে।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত অনেক কমে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভাইরাসের প্রভাব ক্রমে কমে আসছে বলে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছিল। তবে বুধবার নতুন করে এ ভাইরাসে ৮জন আক্রান্ত হওয়ায় তা মিলিয়ে যায় ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, ৩৫ শতাংশ রোগী কোন না কোনভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলো। অপর দিকে রোগীদের ১৮ শতাংশ বিভিন্ন হাসপাতাল থেকে আক্রান্ত হয়।
এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বর্তমানে ৬ হাজার ৭শ’ জনেরও বেশি লোককে আলাদা করে রাখা হয়েছে।

এ ছাড়া আলাদা করে রাখা থেকে অপর প্রায় ৪ হাজার ৫শ’ জনকে ছেড়ে দেয়া হয়েছে।