সংবাদ সম্মেলনে আসার আগেই হয়তো বুঝতে পেরেছিলে এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন হবেই। সেভাবেই প্রস্তুত হয়ে আসলেন।
চারিদিকে সমালোচনার ঝড়, ইচ্ছা করেই মোস্তাফিজকে ধাক্কা দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে ধোনির মতে, এটা স্রেফ ভুল বোঝাবুঝি। এমনকি মোস্তাফিজও মানছেন সেটি।
ধোনি বলেন, ‘সত্যি কথা বলতে, সংঘর্ষটা এড়াতে হলে হয় আমাকে ডান দিকে যেতে হতো, নয়তো মুস্তাফিজকে বাঁ দিকে সরতে হতো। আমরা দুজনেই ভেবেছিলাম হয়তো অন্যজন সরবে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা পথ চলতে চলতে কারও সঙ্গে ধাক্কা খাওয়ার মতো হয়ে গেল।’
কিন্তু টিভি রিভিউ বলছে অন্যকথা। স্পষ্ট দেখা গেছে, মোস্তাফিজকে দেখেছিলেন ধোনি। তিনি চাইলেই, ধাক্কাটা এড়াতে পারতেন। এই কথাটিই উঠেছিলো সংবাদ সম্মেলনে। কিন্তু ধোনির ব্যাখ্যা হলো, ‘আমি চেয়েছিলাম সবচেয়ে কম দূরত্বের পথটা নিতে। বেশিরভাগ সময় দেখা যায় এসব ক্ষেত্রে ঘুরে যেতে গিয়ে ব্যাটসম্যানই আউট হয়। সেই ঝুঁকিটা তো নিতে পারি না।’
ধোনি যখন বেশ ‘ঘুরিয়ে-ফিরিয়ে’ উত্তর দিচ্ছেন, তখন ১৯ বছর বয়সী মোস্তাফিজ শোনালেন ঔদার্যের বাণী। উল্টো দোষটি নিজের করে নিয়ে বললেন, ‘আমি ভুল পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম।’ হ্যাঁ, একজন ১৯ বছর বয়সী অভিষিক্ত পেসার দোষ না করেও ঠিক এভাবেই একজন ‘ধোনি’ কে নিয়ে বলেছেন।
ভিডিওঃ