আবারো বিশ্বের সেরা এয়ারলাইনসের খেতাব জয় করেছে কাতার এয়ারলাইনস। এ নিয়ে গত পাঁচ বছরে তিনবার এই অর্জন কাতার এয়ারলাইনসের।
স্কাইট্র্যাকস ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ডসের দেওয়া বার্ষিক এই পুরস্কারে ১১০টি দেশের প্রায় ২ কোটি যাত্রীর কাছ থেকে এবার তথ্য সংগ্রহ করা হয়েছিল। বিবেচনা করা হয়েছে খাবারের মান, আসনের আরাম, নিরাপত্তাসহ কেবিন ক্রুদের অতিথিপরায়ণতা পর্যন্ত।
এবারও সস্তায় ভ্রমণসেবার জন্য সেরা হয়েছে এয়ার এশিয়া। আর এমিরেটস পেয়েছে সেরা বিনোদনের জন্য পুরস্কার।