Bannedপাকিস্তানের বিরুদ্ধে কাজ করার অভিযোগে বাংলাদেশ ভিত্তিক এনজিও আশিয়ানাকে নিষিদ্ধ করছে দেশটির সরকার। বুধবার পাকিস্তানের একটি গণমাধ্যম এ তথ্য জানায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেভ দ্যা চিলড্রেনের পর এবার আশিয়ানার কার্যাবলির উপর নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তান।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নির্দেশে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করার অভিযোগে আশিয়ানাকে দেশ ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

chardike-ad

সুত্র জানায়, আশিয়ানার বিরুদ্ধে ‘র’ এর সাহায্যে পাকিস্তানের স্বার্থ বিরুধী কাজের উপযুক্ত প্রমাণও রয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সংস্থাটি পাকিস্তান বিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি আরো জানান, আরো কয়েক বছর আগে গোয়েন্দা রিপোর্টে এই অভিযোগ পেলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।