এয়ার ইন্ডিয়া বিমানে খাবারে মিলল জ্যান্ত টিকটিকি। দিল্লি-লন্ডন ফ্লাইটে এক যাত্রী তাকে পরিবেশন করা খাবারে জ্যান্ত টিকটিকি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠেন। ভারতীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
এয়ার ইন্ডিয়া অবশ্য এই খবর অস্বীকার করে বলছে, তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি।
কিন্তু ব্যাপকভাবে প্রচারিত এক ছবিতে দেখা যাচ্ছে, সেলোফোনে মোড়া এক বানরুটির ভেতর থেকে উঁকি দিচ্ছে এক ক্ষুদ্র টিকটিকি। খবরে বলা হচ্ছে, এই যাত্রী তার জন্য ‘বিশেষ খাবারের’ অনুরোধ জানানোর পর তাকে এই টিকটিকিসহ খাবার পরিবেশন করা হয়।
ভারতের বিমান পরিবহনমন্ত্রী এই ঘটনাকে গুরুতর বর্ণনা করে বলেছেন, এয়ারলাইন্সের যেমন ‘টিকটিকি’ পরিবেশন করার কথা নয়, তেমনি পাচকদেরও টিকটিকি রান্না করার কথা নয়! সূত্র: বিবিসি