Search
Close this search box.
Search
Close this search box.

trallerভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় ৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছে। নিখোঁজ রয়েছে আরো অন্তত ২০ জন।

আজ বৃহস্পতিবার মনপুরার কলাতলী চর থেকে উপজেলার রামনেওয়াজের দিকে যাওয়ার সময় নহিম মাঝির ট্রলারটি ডুবে যায়। পুলিশ ও স্থানীয় জেলেরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

chardike-ad

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার জানান, শিশু ও বৃদ্ধসহ ২৫ জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে চার শিশু ও দুই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে মনপুরার কলাতলী চর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাটের দিকে আসছিল। এ সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। প্রচণ্ড ঝড় থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান ওসি।