sartajবাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানকে নিয়ে করা বিরূপ মন্তব্যের দিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

আজিজ বলেন, পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখতে চায়। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে আমাদের ধর্মীয় সম্প্রীতির জোরালো বন্ধন রয়েছে। ভারত সে সম্পর্কের মধ্যে বিরোধের বীজ বুনতে চেষ্টা করছে।

chardike-ad

আজিজ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে মোদির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন।

ঢাকা সফরের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় মোদি পাকিস্তানের কড়া সমালোচনা করেন। হিন্দিতে দেয়া ভাষণে তিনি বলেন, ‘পাকিস্তান সর্বক্ষণ ভারতকে বিরক্ত করছে, যন্ত্রণা সৃষ্টি করছে… (পাকিস্তান) সন্ত্রাসকে মদদ দিচ্ছে…একের পর এক সন্ত্রাসী হামলা ঘটছে।’