south-koreaদক্ষিণ কোরিয়া গত বুধবার নিজের তৈরি দু’টো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আর এর মধ্য দিয়ে দেশটির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় পুরো উত্তর কোরিয়া এসে গেছে বলে সিউলের কর্মকর্তারা দাবি করেছেন।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার এ দুই ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণাঞ্চলীয় উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোঁড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন।

chardike-ad

আমেরিকার সঙ্গে ২০০২ সালে একটি চুক্তি করেছে দক্ষিণ কোরিয়া। এ চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে সিউল।

অবশ্য এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এখনো কোনো মন্তব্য করে নি উত্তর কোরিয়া।

(রেডিও তেহরান)