বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দুই দিনের বাংলাদেশ সফর আমার সফল হয়েছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এক বাক্যে বলতে পারি, আমি সব সময় বাংলাদেশের পাশে আছি। আবারো বলবো বাংলাদেশের সঙ্গেই আছি।
রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতীয় হাইকমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে মোদি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমার পূর্ণ যোগাযোগ রয়েছে। এ যোগাযোগ আমার জীবনে, আমার রাজনৈতিক জীবনে আমি যার কাছ থেকে পরশ পেয়েছি সেই বাজপেয়িকে বাংলাদেশ আজ সম্মান জানালো।
মোদি বলেন, আমি সম্মান পেয়েছি একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা পেয়ে। আরো সম্মান পেয়েছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতি পেয়ে। বক্তব্যের শেষের দিকে তিনি বাংলায় বলেন, আবার আসিবো ফিরে, ধানসিঁড়ির তীরে, এই বাংলায়। জয় বাংলা, জয় হিন্দ।
বিস্তারিত দেখুন ভিডিওতেঃ