ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ফতুল্লাতে অনুশীলন শুরু করছে টাইগাররা। আজ রোববার সকাল ৯.৩০ মিনিট থেকে ফতুল্লায় অনুশীলন শুরু করে মুশফিক বাহিনী।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে শুধুমাত্র মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের অনুশীলন হওয়ার কথা ছিল। কিন্তু টেস্টের ভেন্যু যে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। স্বাগতিক হয়েও পরিবেশের সাথে খানিকটা বাড়তি মানিয়ে নিতে শেষ পর্বের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
৮ জুন একই মাঠে দুপুর আড়াইটায় অনুশীলন করবে সাকিব-তামিমরা। ফতুল্লায় ম্যাচের আগের দিন ৯ জুন সকাল সাড়ে ৯টায় শুরু হবে স্বাগতিকদের অনুশীলন। আর সফরকারী ভারতীয় দল একই দিনে দুপুর আড়াইটায় ফতুল্লায় অনুশীলনে নামবে।