বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশেনের ব্যবস্থাপনায় ও কোরিয়ান রাষ্ট্রদূতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০১৫।’ বৃহস্পতিবার ও শুক্রবার (১১ ও ১২ জুন) দুই দিনব্যাপি জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার খেলা শুরু হবে ।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানের স্কুল, কলেজ, বিশ্বিবিদ্যালয়, ক্লাব, সংস্থা, জেলা ও সার্ভিসেস দল থেকে ছেলে ও মেয়ে মিলে প্রায় ৫০০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে অবস্থিত কোরিয়ান রাষ্ট্রদূত মি. লি ইয়ন ইয়ং ও ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর হোসনে আরা।
প্রতিযোগিতার সমাপনী দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রদূত মি. লি ইয়ন ইয়ং।
সুত্রঃ জাগো নিউজ