জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে আসন্ন সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দু’ফরম্যাটের দলও ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে কোন কোচ ছাড়াই এ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। তার মতে, ‘ভারতীয় দল সুপারস্টারে ভরপুর, এখানে কোচ প্রয়োজন নেই। তাদের প্রয়োজন একজন ভালো সতীর্থ। যে ব্যক্তি ভালোভাবে দলকে পরিচালনা করতে পারবে।’
এগারতম ওয়ানডে বিশ্বকাপ শেষ হলো দু’মাস হয়ে গেলো। ওই বিশ্বকাপেই ভারতীয় কোচের মেয়াদ শেষ হয়েছে জিম্বাবুয়ের ডানকান ফ্লেচারের। ফলে ভারতের কোচের পদটি এখনও শূন্য। তাই এই নিয়ে জল্পনাটা অনেক বেশি। কারণ, বাংলাদেশ সফর আসন্ন। ওই সফরের জন্য কোচহীন দু’ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিসিআই।
কোচহীন দু’ফরম্যাটের দল ঘোষণা করায় জল্পনাটা অনেক মাত্রায় বেড়েছে পুরো ভারতজুড়ে। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ দেখছেন না ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলপতি কপিল। তিনি বলেন, ‘একটি দলে অনেক বেশি সাবেক খেলোয়াড় থাকুক, তা আমি চাই না। হ্যাঁ, দলে একজন ভালো অধিনায়ক প্রয়োজন আছে। প্রয়োজন আছে সাবেক একজন খেলোয়াড়ও। তবে সে কোচ হবে না। কিন্তু দলকে ভালোভাবে পরিচালনা করবে। আমার মনে হয়, যখন কোনো দলে অনেক উজ্জ্বল তারকা থাকবে ও খেলোয়াড়রা সুপারস্টার হবে এবং অনেক বেশি তারকা হবে, তখন ওই দলকে পরিচালনা করাটাই মুখ্য বিষয় হবে। তাই এমন একজন ব্যক্তি দরকার যে খেলোয়াড়দের ভালোভাবে পরিচালনা করতে পারবে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মুহূর্তে বলা যায়, ভারতের কোচ প্রয়োজন নেই। তাদের প্রয়োজন একজন ভালো সতীর্থ, যে সহায়তা করতে পারবে এবং খেলোয়াড়দের পারফরমেন্সে উন্নতি ঘটাতে সক্ষম হবে।’
শুধুমাত্র কোচ নিয়েই নয়, আসন্ন বাংলাদেশ সফর নিয়েও কথা বলেছেন কপিল। এবারের বাংলাদেশ সফরটি ভারতের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশ এখন অনেক পরিপক্ব দল। যেকোন প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা তাদের আছে। শুধু হারানোই নয়, ভালো খেলার ধারাবাহিকতা অটুট রাখার ক্ষমতা এখন অনেক বেশি তাদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজই তার প্রমাণ। তাই আসন্ন সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে ভারতের জন্য। সেই সাথে সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হবে।’
আসন্ন বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। ফতুল্লায় আগামী ১০ জুন শুরু হবে সফরের একমাত্র টেস্ট। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডেগুলো হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন।