Search
Close this search box.
Search
Close this search box.

kuyetকুয়েতপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এখানে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। একটি বাংলা স্কুলের শুভ সূচনা হলো কুয়েতের বুকে। গত ২২ মে শুক্রবার সন্ধ্যায় এই স্কুলের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন এই স্কুলের কার্যক্রম উদ্বোধন করেন।

স্কুলটির ক্যাম্পাস কুয়েত সিটির আবদুল্লাহ আল মোবারকের (গর্ব জিলিব) ব্লক ৯, সড়ক ১৪-র ৩৭ নম্বর ভবনে। স্কুলের নামকরণ করা হয়েছে মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। প্রাথমিক পর্যায়ে এই স্কুলে প্লে, এল কেজি, ইউ কেজি ও প্রথম শ্রেণিতে পড়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ শিক্ষা বোর্ডের সিলেবাস (ইংরেজি মাধ্যম) অনুযায়ী শিক্ষা দেওয়া হবে।

chardike-ad

বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতা ও কুয়েতপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা চাইলে কয়েক বছরের মধ্যেই এই স্কুলকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নতি করা সম্ভব হবে।