air-indiaভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে কয়েকটি ইঁদুর দেখা দেয়ায় জম্মু ও কাশ্মীরের লেহ শহরের বিমানবন্দরে মঙ্গলবার সেটি জরুরি অবতরণ করে। বিমানের তার কেটে যান্ত্রিক ত্রুটি ঘটাতে পারে ইঁদুর, এই শঙ্কায় বিমানটি অবতরণ করানো হয়।

লেহ বিমানবন্দরে বিমানের যান্ত্রিক ত্রুটি শনাক্তের মতো যথেষ্ট উপকরণ নেই। তারপরও নিরাপত্তার দিকটি অগ্রাধিকার দিয়ে সেখানে বিমান নামানো হয়েছে। আজ বুধবার অন্য বিমানবন্দর থেকে যান্ত্রিক ত্রুটি শনাক্তের উপকরণ নিয়ে যাওয়ার কথা রয়েছে।

chardike-ad

এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে উপকরণ পৌঁছাবে লেহ বিমানবন্দরে। আশা করা হচ্ছে, এদিন দুপুরের মধ্যে কাজ শেষ হবে এবং বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিতে পারবে।

লেহ বিমানবন্দরটি পাহাড়ি অঞ্চলে হওয়ায় অনেক সীমাবদ্ধতা রয়েছে সেখানে। সূর্যের আলো পেতেই প্রায় দুপুর হয়ে যায়। এ ছাড়া দুপুরের পরে প্রচণ্ড বাতাস থাকে।