Search
Close this search box.
Search
Close this search box.

prothom-aloগাজীপুরে একটি কারখানার টয়লেটে এক শ্রমিকের সন্তান প্রসবের ভুল সংবাদ প্রকাশ করায় ওই কর্মীকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে দৈনিক প্রথম আলোকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দেন।

chardike-ad

গত ১০ মে ওই সংবাদটি প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর হাইকোর্টের একটি বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এরপর গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে এপেক্স ফুটওয়্যার কারখানায় ওই ঘটনার সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। এর মধ্যে প্রথম আলোও ওই খবরটি ভুল ছিল স্বীকার করে দুঃখ প্রকাশ করে।

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, কর্তৃপক্ষ ছুটি না দেওয়ায় ওই নারী শ্রমিক কারখানার টয়লেটে সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছিলেন। প্রতিবেদনটি দেখে সেদিনই আদালত কালিয়াকৈরের ইউএনওকে দুই সপ্তাহের মধ্যে ওই প্রতিবেদন দিতে বলে এবং কারখানার তিন কর্মকর্তাকে তলব করে। এর মধ্যে ১৩ মে প্রথম আলো ভুল স্বীকার করে জানায়- “প্রকৃতপক্ষে কারখানার ওই নারী কর্মী ছুটি চাননি। তিনি সন্তান প্রসব করেননি, গর্ভপাত ঘটেছিল।”