Search
Close this search box.
Search
Close this search box.

latif-siddikiধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহম্মদ নিজামুল হক ও শহীদ আহমেদ শিবলীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আসামী লতিফ সিদ্দিকীকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আদেশে একই সঙ্গে এসব বিচার কার্যক্রম স্থগিতের পাশাপাশি মামলাগুলো কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

chardike-ad

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১৪ সালে ১ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন আইনজীবী এ এম এন আবেদ রাজা। একই ঘটনায় ঢাকায় পাঁচটি ও নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করেন বিভিন্ন ব্যক্তি।

এসব মামলায় একাধিকবার নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি লতিফ সিদ্দিকী। পরে একই ঘটনায় একাধিক মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন তিনি। আবেদনে, মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিন চাওয়া হয়। মঙ্গলবার শুনানি শেষে মামলার কার্যক্রম স্থগিত করে জামিন দেয় আদালত।