Search
Close this search box.
Search
Close this search box.
death
ডাক্তাররা মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছে লিয়াঙকে

ব্রেন টিউমারে ভুগছিলেন ১১ বছরের লিয়াঙ ইয়োই। তার জীবনের শেষ ইচ্ছা ছিল দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ দান করা। সে ডাক্তারদেরকে অনুরোধ করেছিল জীবনের শেষ মুহূর্তে তার এই স্বপ্ন পূরণ করা হয়।

গত বছর ৬ জুন মারা যায় লিয়াঙ। ছবিতে দেখা যায় ডাক্তাররা মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছে লিয়াঙকে। মরদেহের ঠিক পিছনে তার মা কান্নায় ভেঙে পড়েছেন। আর এই ছবি এখনো স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে রয়েছে।

chardike-ad

নয় বছর বয়সে লিয়াঙয়ের ব্রেন টিউমর ধরা পড়ে। চীনের শেনজহেন শহরে প্রাইমারি স্কুলে পড়ত লিয়াঙ। হঠাৎই একদিন মাথা যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে ভর্তি করা হয়। যেদিন সে জানতে পারে আর বাঁচবে না। লিয়াঙ সিদ্ধান্ত নেন, তার শরীরের সব অঙ্গ-প্রতঙ্গ বন্ধুদের দান করে যাবে।

সিসিটিভি নিউজ সূত্রে জানা যায়, লিয়াঙ চেয়েছিল, “এইভাবে আমি সবার শরীরে বেঁচে থাকব।” তবে লিয়াঙের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিল তার পরিবার ও স্কুলের শিক্ষকরা। লিয়াঙের এক শিক্ষক জানান, সে স্কুলের পড়ার বইয়ে শরীর দান করার অনেক গল্প পড়েছিল।

সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছে সে। লিয়াঙের মা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ডাক্তারকে অনুমতি দেন। তার কথা মত কিডনি, যকৃত সংরক্ষণ করে রাখা হয়।