চিত্রনায়ক ও গীতিকার শেখ আবুল কাশেম মিঠুন আর নেই। ২৪ মে রোববার রাত ২টার দিকে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।
মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মিঠুন। কলকাতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ নিয়ে বাংলাদেশে আনার পর জানাজার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি । কিডনি এবং লিভারের তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার্থে তাকে গত ১৯ মে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা: পি বি শুকলা এবং পরে কোঠারী হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: শেখ শামীমুল হকের চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, মিঠুন এক পর্যায়ে ইসলামি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে অভিনয় ছেড়ে দেন। পরে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান নির্মাণের সাথে জড়িত হন।