অষ্টম আইপিএল জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। শুরু থেকে শেষ পর্যন্ত ইডেনে রাজত্ব করেই শিরোপা জিতল তারা। আর ফাইনালে ধোনিরা হারল ৪১ রানে।
ফাইনালের শুরুটা ভালই ছিল মুম্বাইয়ের। রোহিত শর্মা, লেন্ডল সিমন্স, পোলার্ড, রায়ুডু সবাই ভাল ব্যাট করেছেন । মুম্বাইয়ের হাত থেকে রক্ষা পেলেন না নেহরা-মোহিত-অশ্বিনদের কেউই। ওভার প্রতি দশের উপর গড় রেখে চেন্নাইয়ের সামনে ২০৩ রানের টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি রোহিতদের। প্রথম ওভারে ওঠে মাত্র এক রান। আর তার মধ্যেই ফ্যাফ দু’প্লেসির অসামান্য ফিল্ডিংয়ে আউট হন পার্থিব। পার্থিবের আউট হওয়ার জন্যই যেন অপেক্ষা করছিলেন রোহিত শর্মা। মোহিতের পরের ওভারে আসে ১৬ রান। এরপর থেকেই শুরু হয় রোহিত-সিমন্সের তাণ্ডব। চার-ছক্কার বন্যায় ২৫ বলে অর্ধশত রান করেন মুম্বাই অধিনায়ক। ৪৫ বলে ৬৮ করেন ক্যারিবিয়ান সিমন্স। পরপর দু’জন আউট হলেও ম্যাচের হাল কখনই ছাড়েনি মুম্বাই। রোহিতদের দেখানো পথে ১৮ বলে ৩৬ করেন পোলার্ড। ২৪ বলে ৩৬ করে অপরাজিত থাকেন রায়ুডু।
জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না চেন্নাই। হাসি থেকে শুরু করে ধোনি, ব্রাভো, দু’প্লেসি রান পায়নি কেউই। ৪৮ বলে ৫৭ করে কিছুটা হাল ধরেছিলেন স্মিথ। তবে তা শেষ পর্যন্ত কাজে আসেনি। মালিঙ্গা, ম্যাকক্লেনাঘ্যান, হরভজনদের সামনে টিকতে পারেননি ধোনি-রায়নারা। ফলে লক্ষ্যের ৪১ রান আগেই থেমে যেতে হল সুপার কিঙ্গসকে।
ফাইনালে ফেভারিট ছিল দু’দলই। এই দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা প্রমাণ হয়েছিল গ্রুপ লিগের ম্যাচেই। যেখানে দুই দলই জিতেছিল একটি করে ম্যাচ।