Search
Close this search box.
Search
Close this search box.

earthquakeধীরে ধীরে যেন ভূমিকম্পের দেশে পরিণত হচ্ছে নেপাল। গত ২০ দিনে ছোট বড় একশোরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। এর মধ্যে বড় পর্যায়ের রয়েছে ৩টিরও বেশি। গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পের পর দ্বিতীয় দফায় ৭.৩ মাত্রার ভূমিকম্পে এখনও ক্ষত কাটেনি দেশটির। এর মধ্যে আজ শনিবার ফের নেপালে আঘাত হানল ৫.৭ মাত্রার ভূমিকম্প।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে ফের কেঁপে উঠে নেপাল। দেশটির কাঠমান্ডু থেকে ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

chardike-ad

এতে ভারতেরও কিছু অংশ কেঁপে উঠে।

তবে এ ঘটনায় নেপাল ও তার পাশ্ববর্তী দেশগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

এর আগে ২৫ এপ্রিল নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই একদিনের ঘটনায় শুধু নেপালে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। আহত হয় ২০ হাজারের বেশি। এছাড়া দেশটির অর্থনীতিও ধসে পড়ে। এরপর গত ১৩ মেও ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এ ঘটনায়ও নিহত হয় শত খানেক মানুষ।