Search
Close this search box.
Search
Close this search box.

sakib-kkrআইপিএল এর অষ্টম আসরের লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবের কলকাতার। মুম্বাইয়ে কেকেআর ও রাজস্থানের ম্যাচটি শুরু হবে আজ রাত ৮.৩০ মিনিটে।

আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ রান করার পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট শিকার করা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আলাদা করে তাকিয়ে থাকবেন কেকেআর-এর সমর্থকরা। কারণ, প্লে-অফ নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয় চাই তাদের। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে নেট রান রেটে ব্যাঙ্গালুরের থেকে পিছিয়ে তৃতীয় স্থানে কলকাতা।

chardike-ad

প্লে-অফের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল টিকে থাকবে আসরে। সেক্ষেত্রে শীর্ষ দল সরাসরি খেলবে ফাইনালে। বাকি তিন দলকে প্লে-অফ খেলে আসতে হবে ফাইনালে। চেন্নাই পয়েন্ট টেবিলের সবার উপরে।

অন্যদিকে, আসরে সব দলের একটি করে ম্যাচ বাকি। তাই আসরের শেষ ম্যাচে সাকিবের দলকে জিততেই হবে। কারণ, ব্যাঙ্গালুরের পয়েন্ট ১৫, হায়দ্রাবাদ, মুম্বাই ও রাজস্থানের সমান ১৪ করে পয়েন্ট।