মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গভীর সাগরে বাংলাদেশীসহ হাজার হাজার অবৈধ অভিবাসী এখন মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন। খাবার ও পানির সঙ্কটে তাদের অনেকেই এখন মৃত্যুপথযাত্রী। মালয়েশিয়াগামী এসব মানুষকে পাশের কোনো দেশই গ্রহণ করতে চাচ্ছে না। এ অবস্থায় সাগরে ভাসাদের প্রতিটি মুহূর্ত কাটছে মৃত্যুযন্ত্রণায়।
ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ইতোমধ্যে অনেকের নৌযানেই মৃত্যু হয়েছে। বিশ্বের সব মিডিয়ার প্রধান খবরে থাকছেন তারা। কিন্তু নেই কার্যকরী কোনো উদ্যোগ। মানবিক দৃষ্টিতে না দেখে, সবাই তাদের দেখছেন আইনের চোখে। ফলে পাশ্ববর্তী কোনো দেশ ঠাঁই দিচ্ছে না তাদের।
তাহলে এই অসহায় মানুষগুলোর কী হবে?