‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গতকাল সোমবার সকালে মেঘালয়ের রাজধানী শিলংয়ের গলফলিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার তার স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আজ সকাল ১১টার দিকে স্বামীর সাথে তার ফোনে কথা হয়েছে। তিনি মেঘালয়ের একটি হাসপাতালে আছেন; সুস্থ আছেন।
শিলং টাইমস পত্রিকায় `বি`দেশি ম্যান হেল্ড` শিরোনামে এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। সংবাদে জানানো হয়, দেশটির পুলিশ জানিয়েছে সোমবার সকালে এক বাংলাদেশি মানুষকে গ্রেফতার করা হয়।
পুলিশের বরাত দিয়ে সংবাদে আরো জানানো হয়, শিলংয়ের গলফলিং এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি নাগরিক সালাউদ্দিনকে।
অন্যদিকে দ্যা নর্থইস্ট টুডে’তে জানানো হয়েছে, মেঘালয় ইন্সটিটিউট অব মেনটাল হেলথ অ্যান্ড নিউরো সাইন্স (এমআইএমএইচএএনএস) হাসপাতালে সালাউদ্দিনকে ভর্তি করা হয়েছে।