চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর থেকে ৩০ কেজি ওজনের ২৯৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো. সেলিম রেজা জানান, সকালে ৩০ কেজি ওজনের ২৯৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।