cricket-testপাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে ব্যাটসম্যানদের অসাধারণ দৃঢ়টায় ড্র করেছে টাইগাররা। এবার আইসিসি টেস্ট প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন টাইগার ব্যাটসম্যানরা।

খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দ্বি-শতক করায় আইসিসি টেস্ট প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম। ২০৬ করে প্লেয়ার অফ দি ম্যাচ হওয়া তামিমের অবস্থান ২৬ তম। সোমবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এসব তথ্য উঠে আসে।

chardike-ad

তামিমের সতীর্থ ইমরুল কায়েসও ১৫০ রানের ইনিংস খেলে অনেকটা এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৭তম অবস্থানে রয়েছেন ইমরুল। খুলনা টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করা মুমিনুল দুই ধাপ এগিয়ে এসেছেন ২৩ তম অবস্থানে।

খুলনা টেস্টে বোলিং নৈপুণ্য দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। সর্বশেষ সোমবারের র‍্যাঙ্কিংয়ে তাইজুলের অবস্থান ৩১তম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল একাই নিয়েছিলেন ছয় উইকেট।

তবে র‍্যাঙ্কিংয়ে বলহাতে পিছিয়ে পড়েছেন সাকিব আল হাসান। দুই ধাপ পিছিয়ে ১৫তে অবস্থান করছেন এই টাইগার অলরাউন্ডার।