ফেসবুকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন ব্যবহারকারীরা। অনেকেই অভিযোগ করেছেন, গায়েব হয়ে গেছে বেশকিছু পোস্ট। অনেকের অভিযোগ, সামাজিক মাধ্যমটির বাইরে নেয়া যাচ্ছে না বেশকিছু কনটেন্ট।
ঝামেলার সূত্রপাত গত মঙ্গলবার। একটি সফটওয়্যার আপডেট দিলে ব্লক হয়ে যায় বেশকিছু পোস্ট, ছবি ও লিংক। কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, সাইটের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অজুহাতে হালনাগাদ করতে দেয়া হচ্ছে না তাদের বেশকিছু পোস্ট।
সফটওয়্যার আপডেট থেকে তৈরি হওয়া বাগ (প্রোগ্রামিং ত্রুটি) এ সমস্যার মূলে জানিয়ে এজন্য ক্ষমা চেয়েছে ফেসবুক।
যত দূর জানা যায়, ফেসবুকের ইমেজ স্ক্র্যাপিং টুলের জন্য এ ঝামেলার শুরু। টুলটির ব্যবহার করে ওয়েবলিংকের মাধ্যমে অন্য সাইটগুলো ফেসবুকের ছবি শনাক্ত করতে পারত।
এ নিয়ে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছেন ফেসবুকে বিজ্ঞাপনদাতা ব্যবসায়ীরা। ছবি ব্লক করে দেয়া এ বাগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই।