আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদার ভিডিওতে এবার সরাসরি নিশানায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ মে ভারতীয় উপমহাদেশে আল কায়েদার (একিউআইএস) পাবলিসিটি উইং আস-সাহাব একটি ভিডিও প্রকাশ করেন। `ফ্রম ফ্রান্স টু বাংলাদেশ` নামের ওই ভিডিওতে একিউআইএস প্রধান মাওলানা আসিম উমার বলেছেন `এ বিষয়টি কোনো দিনও ধামাচাপা পড়বে না।`
তার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণে প্রকাশ তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। ভারতীয় বংশোদ্ভুত উমার জানিয়েছেন, `ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ পলিসি, ড্রোন হানা, শার্লি এবদোর লেখা, জাতিসঙ্ঘের আচরণ, নৈতিকতার নামে মুফতিদের বক্তব্য ও নরেন্দ্র মোদীর আচরণ`-এর মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ নামানো হচ্ছে।
এই ভিডিওতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ব্লগার অভিজিৎ রায়কে খুনের দায় স্বীকার করেছে আলকায়েদা। ভারতীয় উপমহাদেশে গত বছর নিজেদের একটি শাখা সংগঠন `কোয়দাত আল-জিহাদ`-এর প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন আল কায়েদা চিফ আমান আল-জায়াহিরি।
ভারতীয় উপমহাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করাই এই সংগঠনের মূল কাজ বলে জানিয়েছিলেন তিনি।