sakib-riaj

ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জুনায়েদ খানের বলে চার মারলেন সৌম্য সরকার। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের দিকে হঠাৎ করে ধেয়ে আসলেন পাকিস্তান পেস বোলার ওয়াহাব রিয়াজ। এসেই সাকিব আল হাসানের সাথে গায়ে পড়েই আঙ্গুল উঁচিয়ে শাসাতে লাগলেন সাকিবকে।

chardike-ad

সাকিব ও ছেড়ে দেবার পাত্র নন। সাকিব ও হাত উঁচিয়ে রিয়াজকে সাবধান হতে বলেছেন। কিছুক্ষণের জন্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানি অধিনায়ক মিসবাহ পরে আম্পায়ার র‍্যানমোরে মার্টিনেজ এ ব্যাপারে কথা বললে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

ভিডিও: