twitterব্যবহারকারীদের সুবিধার্থে নয়া ফিচার আনল টুইটার। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি হাইলাইট নামে নতুন ফিচার চালু করেছে৷ এই ফিচারের মাধ্যমে অসংখ্য ট্যুইটার ব্যবহারকারীর মধ্যে থেকে প্রয়োজনীয় টুইটটি খুঁজে পাওয়া অনেক সহজ হবে৷

টুইটারের এই নয়া ফিচারের মাধ্যমে দিনে দুবার উল্লেখযোগ্য কয়েকটি টুইট ব্যবহারকারীর সামনে নিয়ে আসবে। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির তরফ থেকে জানানো হয়েছে, নয়া এই ফিচার ব্যবহারকারীর টুইট খোঁজার সময়কে বাঁচাতে সাহায্য করবে।

chardike-ad

টুইটারের পক্ষ থেকে আরো জানানো হয়ে, মূলত সারা দিনের জনপ্রিয় টুইটগুলোকে সামনে আনা হবে। সংস্থার তরফে আশা করা হয়েছে, তাদের নয়া ফিচার ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হবে।