tabithসদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সিটি নির্বাচনের দিন যা ঘটেছে তা ভোট কারচুপির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
গতকার বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তাবিথ আউয়াল আরো বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ও বিশ্বাস করেছিলাম। সেজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলাম। কিন্তু কারচুপির রেকর্ড সৃষ্টি করা হলো।

chardike-ad

বিবৃতিতে তিনি তার প্রচার-প্রচারণার সহযোগিতা করায় সাংবাদিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে আগামী দিনগুলোতেও সাংবাদিকদের সার্বিক সমর্থন, সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেন। তাবিথ আউয়াল সব সময় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।