সৌদি আরবের রাজধানী রিয়াদের কাশিম এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে ৭ জন শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে। এছাড়া অন্তত ১৫ জন শ্রমিক ভবনটিতে আটকে পড়েছে।
বুধবার স্থানীয় টিভি চ্যানেল আল-আরাবিয়ার বরাত দিয়ে এক খবরে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রিয়াদের কাশিমে একটি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের সময় এ ঘটনা ঘটে। এসময় ভবনটিতে ছিল ৫০ জন শ্রমিক।
নিহতদের মধ্যে ৬ জন এশিয়া অঞ্চলের বাসিন্দা রয়েছে; একজন রয়েছে মিশরের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না তা প্রতিবেদনে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে নিহতদের অধিকাংশই পাকিস্তানের বাসিন্দা।