Sreneআইসিসি চেয়ারম্যানের পদ থেকে বির্তকিত এন শ্রীনিবাসনকে সরিয়ে নিচ্ছে বিসিসিআই। জানা গেছে, আগামি ২৪ মে আইসিসির বিশেষ সাধারণ বৈঠকে শ্রীনির ভূমিকা নিয়ে আলোচনা করবে বোর্ড। একটা বিষয় স্পষ্ট যে শ্রীনিকে আর আইসিসিতে কোনভাবেই চায় না বিসিসিআই।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দিন কয়েক আগে প্রাক্তন বিসিসিআই চেয়ারম্যান শ্রীনি লন্ডনের একটি গুপ্তচর সংস্থাকে ১৪ কোটি টাকা দিয়েছিল বিসিসিআইয়ের পদস্থ কর্তাদের উপর গুপ্তচর বৃত্তি চালানোর জন্য।

chardike-ad

অন্যদিকে, চণ্ডীগড়ে এক ক্রিকেট বুকির সঙ্গে বিসিসিআই সচিবের ছবি নিয়ে বিসিসিআইকে চিঠি দেয় আইসিসি। অনুরাগের সঙ্গে বুকিদের যোগাযোগের কথা উড়িয়ে দিচ্ছে বোর্ড। এ ব্যাপারে রোববার কলকাতায় বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠকে এক সদস্য বলেন, ‘আমরা প্রত্যেকেই জানি কে আইসিসি চালাচ্ছে। শ্রীনিবাসন বোর্ড থেকে নির্বাসিত হওয়ার পর অনুরাগ ঠাকুরকের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ’