টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন শহিদ আফ্রিদি। বিশ্বকাপের পর ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন পাকিস্তানের অল রাউন্ডার। এবার আভাস দিলেন টি-টোয়েন্টি ছাড়ারও। আফ্রিদি বলেছেন, নিজেকে দলের বোঝা মনে করলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অবসরের ঘোষনা দেবেন তিনি।
৩৫ বছরের পাকিস্তানের পরিকল্পনা ছিল ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন থেকে অবসর নেওয়ার। কিন্তু বাংলাদেশের কাছে টি-২০ ম্যাচে হারের পর আফ্রিদিকে নিয়ে প্রশ্ন ওঠেছে৷ আফ্রিদি বলেন, ‘এটা ঠিক সিনিয়ররা দলের ব্যর্থতার জন্য দায়ী৷ যদি মনে হয় আমি দলের বোঝা হয়ে দাঁড়িয়েছে৷ তা হলে টি-২০ বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নেব৷’ বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর একমাত্র টি-২০ ম্যাচেও হেরেছে পাকিস্তান৷
সূত্র : ডেইলিস্পোর্টস২৪.কম।